নীলফামারীতে তিন ভাই-বোনকে বাঁচাতে গিয়ে প্রাণ গেলো শামীমের

0
115

মোঃ ফরহাদ হোসাইন, নীলফামারী জেলা প্রতিনিধিঃ নীলফামারী সদর উপজেলার কুন্দপুকুর ইউনিয়নের মনসাপাড়া বউবাজার এলাকায় ট্রেনে কাটা পড়ে একই পরিবারের ৩ শিশুসহ ৪ জনের মৃত্যু হয়েছে। বুধবার (৮ ডিসেম্বর) সকাল ৮টা ৩০ মিনিটের দিকে খুলনাগামী মেইল ট্রেনে কাটা পড়ে এ হতাহতের ঘটনা ঘটে।

মৃতরা হলেন- স্থানীয় রিকশা চালোক রেজোয়ান আলীর তিন সন্তান ইমা আক্তার (১২), লিমা আক্তার (৮), মনিনুর রহমান (৬) এবং আনোয়ার হোসেনের ছেলে শামীম (৩০)।

জানা গেছে, ওই স্থানে রেল লাইন পারাপারের জন্য সেখানে একটি ফুটওভার ব্রিজ নির্মাণ করা হচ্ছিল। নির্মাণ কাজের একটি ইটের ট্রাক এলে সেটি দেখতে যায় শিশুরা। এ সময় ট্রেন এলে এ দুর্ঘটনা ঘটে। শামীম ওই শিশুদের ট্রেন দুর্ঘটনা থেকে বাঁচাতে গিয়ে হতাহতের শিকার হন। শামীম বেইলি সেতুর সংস্কার ঠিকাদারি প্রতিষ্ঠানের একজন শ্রমিক ছিলেন।

নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউপ ‘তরঙ্গ নিউজ’কে বিষয়টি নিশ্চিত করে বলেন, এ দুর্ঘটনায় তিনজন ঘটনাস্থলেই মারা যায়। নীলফামারী সদর হাসপাতালে নেওয়া হলে অন্যজনকেও চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নীলফামারীর পুলিশ সুপার মোখলেসুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বউবাজার এলাকায় রেললাইনে দুজন গেটকিপার নিয়োগের আশ্বাস দেন। পরিবারগুলোকে জেলা প্রশাসনের পক্ষ থেকে সহায়তার অনুরোধ জানান তিনি।