নেত্রকোণার আটপাড়ায় হানাদার মুক্ত দিবস পালিত

0
96

মো. কামরুজ্জামান, নেত্রকোণা জেলা প্রতিনিধিঃ নেত্রকোণা জেলার আটপাড়া উপজেলায় বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে আটপাড়া পাক হানাদার মুক্ত দিবস। ১৯৭১ সালের ৮ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনীর হাত থেকে আটপাড়া উপজেলা মুক্ত হয়েছিল।

এ উপলক্ষে আজ বুধবার (০৮ ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল এবং উপজেলা প্রশাসন আয়োজিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে , বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, জাতীয় ও মুক্তিযোদ্ধা সংসদের পতাকা উত্তোলন করা হয়। পরে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়, র‍্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষীণ করে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা সুলতানা, সহকারী কমিশনার (ভূমি) সুলতানা রাজিয়া, উপজেলার বীরমুক্তিযোদ্ধাগণ সহ গণমান্যব্যক্তিবর্গ। হানাদার মুক্ত দিবসে আটপাড়া বাসী বিনম্রচিত্তে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণ করেন।