আন্তর্জাতিক

এবার ছায়া অর্থমন্ত্রীর দায়িত্ব পেলেন টিউলিপ সিদ্দিক

যুক্তরাজ্যে ছায়া অর্থমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন টিউলিপ রেজওয়ানা সিদ্দিক। বঙ্গবন্ধুর নাতনি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার মেয়ে এর আগে লেবার পার্টির ছায়া মন্ত্রিসভার সংস্কৃতি, মিডিয়া ও ক্রীড়া উপমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

টুইটারে টিউলিপ নতুন দায়িত্ব পাওয়ার বিষয়টি জানিয়ে সন্তোষ প্রকাশ করেছেন। ব্রিটেনের রয়েল সোসাইটি অব আটর্সের ফেলো টিউলিপ সিদ্দিক ২০১৫ সালে প্রথমবার ব্রিটিশ সংসদ সদস্য নির্বাচিত হন। লন্ডনে জন্ম নেওয়া টিউলিপ ১৬ বছর বয়সে লেবার পার্টির সদস্য হয়ে যুক্ত হন ব্রিটিশ রাজনীতিতে। এমপি নির্বাচিত হওয়ার আগে তিনি ক্যামডেন কাউন্সিলের কাউন্সিলর নির্বাচিত হন। অধ্যাপক ড. শফিক সিদ্দিক ও শেখ রেহানা দম্পতির তিন সন্তানের মধ্যে দ্বিতীয় টিউলিপ সিদ্দিক।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button