কাতারে এরদোয়ান, কাল বেশ কয়েকটি চুক্তি

0
87

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান দুই দিনের সফরে কাতারে এসেছেন। দুই দেশের মধ্যে সম্পর্ক জোরদার করতেই তার এ সফর। তুরস্কের রাষ্ট্রিয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে আল জাজিরা এ খবর জানিয়েছে। কাল মঙ্গলবার কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি ও এরদোয়ান সপ্তম কাতার-তুরস্ক সুপ্রিম স্ট্র্যাটিজিক কমিটির বৈঠক করবেন। বৈঠকে কাতার ও তুরস্কের একদল মন্ত্রী ও ব্যবসায়ীরা অংশ নেবেন।

কাতারে তুরস্কের রাষ্ট্রদূত মুস্তফা গুকসু বলেন, বৈঠকে বেশ কয়েকটি চুক্তি সই হতে পারে। সংস্কৃতি, বাণিজ্য, বিনিয়োগ, ত্রাণ, খেলাধুলা, উন্নয়ন, স্বাস্থ্য, ধর্মীয় বিষয়সহ নানা ইস্যুতে এসব চুক্তি সম্পাদিত হওয়ার কথা রয়েছে। এর আগে ২০১৫ সালে দুই দেশের মধ্যে হওয়া এক বৈঠকে বিভিন্ন ক্ষেত্রে একাধিক চুক্তি হয়। চুক্তির ভিত্তিতে দোহা ও আঙ্করার মধ্যে বাণিজ্য বাড়বে বলে প্রত্যাশা করা হচ্ছে।