রাঙ্গাবালীতে নারী নির্যাতন বিরোধী অরেঞ্জ ক্যাম্পেইন

0
79

এম এ ইউসুফ আলী,রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি: ‘নারী নির্যাতন বন্ধ করি, কমলা রঙের বিশ্ব গড়ি’ এই শ্লোগানে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় নারী নির্যাতন বিরোধী ১৬ দিন ব্যাপী অরেঞ্জ ক্যাম্পেইন শুরু হয়েছে। এ উপলক্ষে রোববার উপজেলা পরিষদ চত্ত¡রে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা করা হয়।

সভা শেষে কর্মসূচিতে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের নারী নির্যাতন প্রতিরোধে রুখে দাঁড়ানোর শপথ বাক্য পাঠ করানো হয়। নারী নির্যাতন বন্ধের প্রচার হিসেবে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের । রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত এরকম নানা আয়োজনের মধ্য দিয়ে নারী নির্যাতন বিরোধী কর্মসূচি করা হয় । কার্যকর ও জবাবদিহিমূলক স্থানীয় সরকার (ইএএলজি) প্রকল্পের উদ্যোগে এ আয়োজন হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাশফাকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ডা. জহির উদ্দিন আহম্মেদ, ভাইস চেয়ারম্যান মাতোয়ারা লিপি, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা একলাসুর রহমান ও ব্র্যাকের জেলা ম্যানেজার (সামাজিক ক্ষমতায় ও আইনি সুরক্ষা কর্মসূচি) মলি বেগম প্রমুখ।