দেশজুড়ে

চাঁপাইনবাবগঞ্জ জেলা ঠিকাদার সমিতির কমিটি বিলুপ্ত, দায়িত্বে উপদেষ্টা কমিটি

ফেরদৌস সিহানুক শান্ত ,চাঁপাইনবাবগঞ্জঃ চাঁপাইনবাবগঞ্জ জেলা ঠিকাদার সমিতির মেয়াদ উত্তীর্ণ কমিটির অধিকাংশ সদস্য পদত্যাগ করায় বর্তমান কমিটি বিলুপ্ত হয়েছে। উপদেষ্টা কমিটির হাতে গঠনতন্ত্র অনুযায়ী দায়িত্ব অর্পিত হয়েছে। উপদেষ্টা কমিটিতে রয়েছেন মোহাম্মদ আজমল হোসেন, মো. মজিবুর রহমান শওকত আলী, মোহাম্মদ শাহিন আক্তার বাবু ও সেলিম রেজা।

বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক মোঃ রুহুল আমিন রাসেল জানান, ১৫ সদস্য বিশিষ্ট কমিটির মধ্যে সিনিয়র সহ-সভাপতি মো. হাবিবুর রহমান হাবিব, সহ-সভাপতি মো. শাহিনুর ইসলাম শাহিন, সাধারণ সম্পাদক মো. রুহুল আমিন রাসেল, সহ-সম্পাদক মাহফুজুর রহমান বাবু, কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ শামছুল আলম সোহেল, আকবর খান সোহেল ও আবুল কালাম আজাদ পদত্যাগ করায় কমিটি বিলুপ্ত হয়। গত ১৫ আগস্ট ২০১৫ গঠিত হওয়া উপদেষ্টাগণ গঠনতন্ত্র অনুযায়ী এখন ঠিকাদার সমিতি পরিচালনা করবে। উল্লেখ্য, ২০১৮ সালের ৪ সেপ্টেম্বর সর্বশেষ চাঁপাইনবাবগঞ্জ জেলা ঠিকাদার সমিতির ভোট অনুষ্ঠিত হয়েছে।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button