দেশজুড়ে

শিবগঞ্জে ৪১টি ভারতীয় চোরাই মোবাইল ফোন উদ্ধার

ফেরদৌস সিহানুক শান্ত, চাঁপাইনবাবগঞ্জঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌর বাজারে ৭টি দোকানে অভিযান চালিয়ে ৪১টি ভারতীয় চোরাই মোবাইল ফোন উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার রাতে ৫৯ বিজিবি ও আনসার সদস্যদের সমন্বয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এসব মোবাইল ফোন উদ্ধার করা হয়। ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাকিব আল-রাব্বি।

তিনি জানান, ভারতীয় চোরাই ফোন বিক্রয় হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে রাতে শিবগঞ্জ পৌর বাজারের বসুন্ধরা টেলিকম, রাইট চয়েস, মা টেলিকম, সুজন আপডেট টেলিকম, রিংকু টেলিকম ও আরিফ সিমলা টেলিকমে অভিযান চালিয়ে ৪১টি ভারতীয় চোরাই স্মাট ফোন উদ্ধার করা হয়।

জব্দকৃত মোবাইল ফোনগুলো বিজিবির জিম্মায় হস্তান্তর করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আরিফা সুলতানা ও ৫৯ বিজিবির রহনপুর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল আমীর হোসেন মোল্লাসহ বিজিবির সদস্যরা।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button