দেশজুড়ে
ভোলায় র্যাবের সঙ্গে গোলাগুলিতে নিহত ২


ভোলার চরফ্যাশন উপজেলায় র্যাববের সঙ্গে গোলাগুলিতে দুই যুবক নিহত হয়েছেন। রোববার ভোর ৪ টার দিকে উপজেলার চর কুকরি-মুকরিতে এই ঘটনা ঘটে। এদিকে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় না জানা গেলেও র্যাব দাবি করেছে, নিহত দুজনই জলদস্যু বাহিনীর সদস্য।
বিষয়টি নিশ্চিত করেছেন ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম।
তিনি জানান, রোববার ভোরে সেখানে অভিযানে যায় র্যাব। কিন্তু র্যাবের উপস্থিতি টের পেয়ে জলদস্যুরা গুলি চালায়। পরে র্যাবও পাল্টা গুলি চালায়। পরিস্থিতি শান্ত হলে ঘটনাস্থলে গিয়ে দুজনকে গুলিবিদ্ধ অবস্থায় দেখতে পায়। তাদের উদ্ধার করে চরফ্যাশন উপজেলা হাসপাতালে নিয়ে গিলে সেখানকার দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন।
এবিষয়ে র্যাবের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানাবেন বলেও জানান পুলিশ সুপার।