রোমানিয়া ও চিলিতে ওমিক্রন শনাক্ত

0
84

বিশ্বব্যাপী বাড়ছে মহামারি করোনার নতুন ধরণ ওমিক্রনে আক্রান্তের সংখ্যা। নতুন করে এবার রোমানিয়া ও চিলিতে শনাক্ত হয়েছে ধরনটি। সংক্রমণ ঠেকাতে বিভিন্ন দেশে বাড়ছে বিধিনিষেধ।

দক্ষিণ আফ্রিকায় প্রথম শনাক্ত হওয়া এ ধরনটি এ পর্যন্ত মোট ৪০টি দেশে ছড়িয়ে পড়েছে। একইসঙ্গে ওইসব দেশে বাড়তে শুরু করেছে আক্রান্তের সংখ্যা।

ভারতে শনিবার গুজরাটে তৃতীয় ব্যক্তি ওমিক্রন আক্রান্ত শনাক্ত হওয়ার পর একই দিন মুম্বাইয়ে আরেক তরুণের দেহে ভ্যারিয়েন্টটি পাওয়া গেছে।

এ অবস্থায় করোনার তৃতীয় ঢেউ মোকাবেলার প্রস্তুতি নেয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। যুক্তরাজ্যে ২৪ ঘণ্টার ব্যবধানে বেড়েছে করোনায় মৃত্যু ও আক্রান্ত।

দেশটিতে প্রবেশের ক্ষেত্রে আগামী মঙ্গলবার থেকে করোনা টেস্টের নেগেটিভ সার্টিফিকেট বাধ্যতামূলক ঘোষণা করা হয়েছে।

এছাড়া জার্মানিতে যারা এখনও ভ্যাকসিন নেয়নি তাদের ওপর আরোপ করা হয়েছে লকডাউন। ব্রাজিলে রিও ডি জেনেরিওতে বাতিল করা হয়েছে বর্ষবরণ উৎসব।