ভারতে আরও একজনের ওমিক্রন শনাক্ত

0
103

ভারতে আরও একজনের শরীরে করোনার নতুন ধরন ‘ওমিক্রন’ শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট ৩ জনের শরীরে বিপজ্জনক এই ভ্যারিয়েন্ট শনাক্ত হলো। শনিবার (৪ ডিসেম্বর) ভারতের গুজরাট স্বাস্থ্য বিভাগ থেকে এ তথ্য জানানো হয়।

ভারতীয় গণমাধ্যমের তথ্যমতে, গুজরাটের জামনগরের ওই ব্যক্তি গত ২৮ নভেম্বর জিম্বাবুয়ে থেকে ভারতে ফিরেছেন। এরপর তার নমুনা পরীক্ষা করলে ওমিক্রন ধরা পড়ে। ৭২ বছরের ওই বৃদ্ধা গত কয়েক দশক ধরে জিম্বাবুয়েতে বসবাস করছেন।

এর আগে গত বৃহস্পতিবার (২ ডিসেম্বর) ভারতে প্রথম দুইজনের ওমিক্রন শনাক্ত হয়। দেশটির দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্ণাটকে শনাক্ত হওয়া এই দুই ব্যক্তির বয়স যথাক্রমে ৬৬ এব ৪৬ বছর। তাদের একজন দক্ষিণ আফ্রিকার নাগরিক এবং অন্যজন ভারতীয় চিকিৎসক।

সূত্র: আনন্দবাজার, জি নিউজ