পলাশবাড়ীতে বিনামুল্যে সার ও বীজ বিতরণের উদ্বোধন করেন অ‍্যাড. উম্মে কুলছুম ম্মৃতি এমপি

0
80

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃগাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় ৪ হাজার ১’শ কৃষকের মাঝে বিনামুল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।

২ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে উপজেলা টাউন হলে উপজেলা কৃষি অফিসের আয়োজনে সার ও বীজ বিতরণের উদ্ধোধন করেন, বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) আসনের জাতীয় সংসদ সদস‍্য অ‍্যাড. উম্মে কুলছুম ম্মৃতি। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ‍‍্যুৎ, উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান নয়ন, উপজেলা আ’লীগ সভাপতি আবু বকর প্রধান, সহ-সভাপতি শহিদুল ইসলাম বাদশা,উপজেলা কৃষি (ভার:) সাইফুন্নাহার সাথী, উপজেলা কৃষকলীগ সভাপতি মহাব্বত জান চৌধুরী, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম পাপুল প্রমূখ।

উল্লেখ্য, উপজেলার ২ হাজার ৪ ‘শ ৭৫ জন কৃষককে দুই কেজি হাইব্রিড ও ১ হাজার ৬ ‘শ ২৫ জন কৃষককে ব্রো-উপশি জাতের ৫ কেজি করে ধান এবং ১০ কেজি ডিএপি সার, ১০ কেজি এমওপি সার বিনামুল্যেয় দেওয়া হয়।