এবার ভারতে ওমিক্রনের থাবা

0
83

পার্শ্ববর্তি দেশ ভারতেও এবার করোনার নতুন ধরন ‘ওমিক্রন’ ঢুকে পড়েছে। বৃহস্পতিবার (২ ডিসেম্বর) দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়। ভারতীয় গণমাধ্যমের তথ্যমতে, ভারতের কর্নাটকে দুজনের শরীরে ওমিক্রন ধরা পড়েছে। আক্রান্তদের মধ্যে একজন পুরুষ এবং একজন নারী। তাদের বয়স যথাক্রমে ৬৬ এবং ৪৬।

উল্লেখ্য, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বুধবার জানিয়েছে, ওমিক্রন এখন পর্যন্ত বিশ্বের ২৪টি দেশে ছড়িয়ে পড়েছে। গত ৮ নভেম্বর দক্ষিণ আফ্রিকার গৌতেং প্রদেশের নমুনায় করোনার নতুন একটি ধরন শনাক্ত হয়। এই ধরনটির নামই রাখা হয়েছে ওমিক্রন। সূত্র: আনন্দবাজার