হিলিতে বিনামূল্যে পরীক্ষা করা হচ্ছে এইচআইভি

0
75

হিলি প্রতিনিধিঃ বিশ্ব এইডস দিবস উপলক্ষ্যে দিনাজপুরের হিলি স্থলবন্দর এলাকায় দ্বিতীয় দিনের মতো বিভিন্ন পয়েন্টে বিনামূল্যে করানো হচ্ছে এইচআইভি পরীক্ষা।

আজ বৃহস্পতিবার সকাল ৯ থেকে বিকাল ৫ টায় পযর্ন্ত আসক্ত পূনর্বাসন সংস্থা (আপস) ও হিলি লাইট হাউজের আয়োজনে হিলি চারমাথা মোড়ে এইচআইভি পরীক্ষা করানো হচ্ছে। এর আগে গতকাল বুধবারও এই ক্যাম্পইনের মাধ্যমে পরীক্ষা করা হয়।

আসক্ত পূনর্বাসন সংস্থা (আপস) ও হিলি লাইট হাউজের কর্মকর্তারা জানান, ‘সমতার বাংলাদেশ এইডস ও অতিমারী হবে শেষ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে , হিলি স্থলবন্দর একটি গুরুত্ব পূণ্য এলাকা তাই এই এলাকাই আমরা আজ সারা দির বিনামূল্যে এইচ আইভি পরীক্ষা পরামর্শ ক্যাম্পেইন করবো। গত কালকে আমরা সারাদিনে ১৩৬ জনের এইচআইভি পরীক্ষা করেছি তাদের কারো শরীরে এইচআইভির কোন অস্তিত পাওয়া যায়নি। আজকে বৃহস্পতিবার এই রিপোর্ট লেখা পর্যন্ত ৫০ জনের রক্ত সংগ্রহ করা হয়েছে।