ধামরাইয়ে উফশী ও হাইব্রিড ধানের বীজ ও টিএসপি ও পটাশ সার বিতরণ

0
82

রনজিত কুমার পাল (বাবু)ঢাকা জেলা প্রতিনিধি:রাজধানী ঢাকার অদূরে ঢাকা জেলার ধামরাই উপজেলার ধামরাই উপজেলার ধামরাই ইউনিয়নে ৭৩ জন কৃষককে ২০২১-২০২২ সনের রবি মৌসুমে পূনর্বাসন কর্মসুূচীর আওতায় বোর উফশী ও হাইব্রিড ধানের বীজ ও টিএসপি ও পটাশ সার বিতরণ কার্যক্রম পরিচালনা করেন ধামরাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও অত্র ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শাহাবদ্দিন।

বুধবার (১ ডিসেম্বর -২০২১ খ্রীস্টাব্দ) সকালের দিকে ধামরাই ইউনিয়ন পরিষদের কার্যালয়ে ৭৩ জন কৃষককে ২০২১-২০২২ সনের রবি মৌসুমে পূনর্বাসন কর্মসুূচীর আওতায় বোর উফশী ও হাইব্রিড ধানের বীজ ও টিএসপি ও পটাশ সার বিতরণ করা হয়েছে।

এ’সময় আরো উপস্থিত ছিলেন ধামরাই ইউনিয়ন পরিষদের সদস্যগন (মেম্বারগন) ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতিনিধিগন ও কৃষকগন।