জাতীয়

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের তারিখ ঘোষণা

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ১৬ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র দাখিল ১৫ ডিসেম্বর। যাচাই-বাছাই ২০ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৭ ডিসেম্বর।

আজ মঙ্গলবার (৩০ নভেম্বর) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের (ইসি) কার্যালয়ে এক বৈঠক হয়। বৈঠক শেষে সাংবাদিকদের ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার এ তথ্য জানান।

এর আগে, মঙ্গলবার বিকেল ৩টায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের ৯১তম কমিশন সভা অনুষ্ঠিত হয়। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা এতে সভাপতিত্ব করেন। এই সভার প্রথম অ্যাজেন্ডাই ছিল নাসিক নির্বাচনের তফসিল

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button