সংক্রামণ রোধে রামেক হাসপাতালের ৩১ নম্বর ওয়ার্ড লকডাউন

0
75

নিজস্ব প্রতিবেদক: গত সোমবার রাজশাহীতে এক বিভাগের দুই চিকিৎসকসহ ছয়জন করোনা সনাক্তের পরে রামেক হাসপাতালের ৩১ নম্বর ওয়ার্ডটি লকডাউন ঘোষণা করেছে কর্তপক্ষ।

গত সোমবার ঐ বিভাগের কর্তব্যরত দুই চিকিৎসকসহ ছয়জনের নমুনায় করোনার পজিটিভ রিপোর্ট আসার পরেই রাতেই লকডাউন ঘোষণা করা হয়। বিষয়টি রাত ১০ টার পরে ফোন করে নিশ্চিত করেছে রামেক হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস। এ সময় তিনি জানান, ৩১ নম্বর ওয়ার্ডের কর্তব্যরত দুইজন চিকিৎসক এবং চারজন নার্স ও ওয়ার্ডবয়ের নমুনা পরীক্ষা করা হয়। পরে তাদের রিপোর্টে পজিটিভ আসে।

তাই সংক্রমণ রোধে সমায়িক মিটিং করে সকলের সিদ্ধান্তে ঐ ওয়ার্ডটি লকডাউন ঘোষণা নেওয়া হয়। গত সোমবার রাজশাহীর দুই ল্যাবে মোট ৮৬ জনের নমুনায় পজেটিভ রিপোর্ট আসে। তার মাঝে মোট ৪৩ জন রাজশাহীর বাসিন্দা। সর্বশেষ রাজশাহীতে আক্রান্তের সংখ্যা এখন মোট ৩০৭ জনে দাড়ালো।