রেডিও চিলমারীর আয়োজনে উলিপুরে কমিউনিটি সংলাপ

0
77

কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ রেডিও চিলমারীর আয়োজনে ” শিশুদের প্রতি সকল প্রকার সহিংসতা, নির্যাতন ও শোষণ এবং শিশু পাচারের মতো ঘৃণ্য তৎপরতার অবসান” শীর্ষক কমিউনিটি সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৯ নভেম্বর) সকাল ১১টায় উলিপুর উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত এ সংলাপে প্যানেল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু,সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল আলম রাসেল, অতিরিক্ত পুলিশ সুপার উলিপুর সার্কেল মোঃ আল মাহমুদ হাসান,উলিপুর পৌরসভার মেয়র মোঃ মামুন সরকার মিঠু।

নির্ধারিত বিষয়ের ভয়াবহতা তুলে ধরে উন্মুক্ত আলোচনায় অংশ নেন, উলিপুর বণিক সমিতির সভাপতি আওয়ামী লীগ নেতা সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবা,উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ সুভাষ চন্দ্র সরকার,উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবু সাঈদ সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান রিপা সরদার,বেসরকারি সংস্থা এমজেএসকে প্রতিনিধি ইসফাতুউল কবীর,নির্বাহী পরিচালক নারী সংগঠন ফরিদা ইয়াসমিন, সাংবাদিক পরিমল মজুমদার, মোন্নাফ আলী, মঞ্জুরুল হান্নান প্রমুখ। সংলাপে বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় ৩১ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন।

এতে সভাপতিত্ব করেন রেডিও চিলমারীর স্টেশন ম্যানেজার বশির আহমেদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে মাননীয় জাতীয় সংসদ সদস্য অধ্যাপক এম এ মতিন উপস্থিত থাকার কথা থাকলেও অনিবার্য কারণে তিনি উপস্থিত হতে না পেরে ভার্চুয়ালি যুক্ত হয়ে অনুষ্ঠানের সফলতা কামনা করেন।