রাজধানী

নাখালপাড়ায় ট্রেনের ধাক্কায় সবজি বিক্রেতার মৃত্যু

রাজধানীর তেজগাঁও থানাধীন নাখালপাড়া এলাকায় ট্রেনের ধাক্কায় মহরম আলী (৫৫) নামে এক সবজি বিক্রেতার মৃত্যু হয়েছে। সোমবার (২৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে চিকিৎসক বেলা সোয়া ১১টায় তাকে মৃত ঘোষণা করেন।

মৃত মহরম আলী নরসিংদী জেলার রায়পুরা উপজেলার সওদাগর কান্দি গ্রামের বাসিন্দা। তার বাবার নাম মৃত ইব্রাহিম হোসেন। মহরম আলীকে হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশী বুলবুলি বেগম জানান, মহরম নাখালপাড়া হোসেন আলী স্কুল সংলগ্ন রেল লাইনের পাশে সবজি বিক্রি করতেন।

তিনি আরও জানান, সকালে দোকানের পাশেই রেল লাইনের ধারে দাঁড়িয়ে ছিলেন মহরম আলী। এ সময় কমলাপুরগামী একটি ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে তিনি মাথায় গুরুতর আঘাত পান। পরে হাসপাতালে নিলে তার মৃত্যু হয়।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহটি মর্গে রাখা হয়েছে। ঘটনাটি ঢাকা রেলওয়ে থানা পুলিশকে জানানো হয়েছে।

এই বিভাগের আরও সংবাদ