শার্শায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৫টিতে নৌকা ও ৫টিতে স্বতন্ত্র প্রার্থী জয়ী

0
109

নাজিম উদ্দীন জনি, শার্শ (বেনাপোল) প্রতিনিধিঃ যশোরের শার্শায় উপজেলায় ১০ টি ইউনিয়ন পরিষদে দিন ভর নৌকা ও স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে পক্ষ বিপক্ষের অভিযোগের মধ্য দিয়ে তৃতীয় ধাপের ভোট শেষ হয়েছে। ১০টি ইউপিতে নৌকা প্রার্থীর ৫ জন ও স্বতন্ত্র প্রার্থী ৫ জন নির্বাচিত হয়েছেন।

শার্শার কায়বা ইউনিয়নে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা আলতাফ হোসেন, বাগআচড়া ইউনিয়নে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা আব্দুল খালেক, উলাশি ইউনিয়নে নির্বাচিত হয়েছেন নৌকার প্রার্থী রফিকুল ইসলাম, শার্শা ইউনিয়নে নৌকার কবির উদ্দীন তোতা, নিজামপুর স্বতন্ত্র প্রার্থী আওয়ামীলীগ নেতা সেলিম রেজা বিপুল, লক্ষনপুর ইউনিয়নে নৌকার প্রার্থী আনোয়ারা বেগম, ডিহী ইউনিয়নে নৌকার প্রার্থী আসাদুজ্জামান মুকুল, বাহাদুরপুর ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগের সাঃ সম্পাদক স্বতন্ত্র প্রার্থী মফিজুর রহমান, পুটখালী ইউনিয়নে নৌকার প্রার্থী আব্দুল গফফার ও গোগা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা তবিবর রহমান ।

নির্বাচনে ১০টি ইউপিতে চেয়ারম্যান প্রার্থী অংশ নিয়েছিলেন ৪৩ জন। ভোট কেন্দ্র ছিল ১০৮টি। ভোটার সংখ্যা ছিল ২লাখ ৩৫ হাজার ২৪৩ জন। এর মধ্যে নারী ভোটার ১ লাখ ১৭ হাজার ৪৩ ও পুরুষ ভোটার ১ লাখ ১৮ হাজার ২০০ জন।