দেশজুড়ে

নীলফামারীতে ৬ষ্ঠ বারের মেয়র কামাল

মোঃ ফরহাদ হোসাইন, নীলফামারী জেলা প্রতিনিধি: নীলফামারী পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী দেওয়ান কামাল আহবেদ ৩ হাজার ৩৩২ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন।

রোববার রাতে নীলফামারী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ বিষয়ে বেসরকারি ভাবে ফলাফল ঘোষণা করেন জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন।

এ নিয়ে তিনি টানা ৬ষ্ঠ বার বিজয়ী হন। চারবার পৌর চেয়ারম্যান ও দুইবার পৌর মেয়র হিসেবে তিনি বিজয় লাভ করেন।

বিজয়ী পার্থী দেওয়ান কামাল আহমেদের প্রাপ্ত ভোটের সংখ্যা ১৩ হাজার ৪৪৫ এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক পদ থেকে সদ্য অব্যাহতি পাওয়া নুরুজ্জামান বুলেট পেয়েছেন নারিকেল গাছ প্রতীকে ১০ হাজার ১১৩ ভোট।

সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত উত্তাপ আর উৎকন্ঠার মধ্য দিয়ে কঠোর নিরাপত্তায় ভোটগ্রহণ হয়। নির্বাচনে ভোটারদের স্বর্ত:স্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মত। কোথাও কোন অপ্রীতিকর ঘটনা বা সহিংসতার খবর পাওয়া যায়নি।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button