দেশজুড়ে

ঈশ্বরগঞ্জে ফাঁস দিয়ে ৭০ বছরের বৃদ্ধের আত্মহত্যা

মোঃ ইসহাক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে গোয়াল ঘরে গলায় ফাঁস লাগিয়ে আব্দুল রাশিদ নামের ৭০ বছরের এক বৃদ্ধ আত্মহত্যা করেছেন। রবিবার ভোর রাতে উপজেলার মাইজবাগ ইউনিয়নের কুল্লাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে ।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, হালেম প্রতিদিনের মতো শনিবার রাতে খাবার খেয়ে নিজ ঘরে ঘুমিয়ে পড়েন । পরেরদিন রবিবার সকালে তাকে ঘরে খুঁজে না পেয়ে খোজাখুঁজির এক পর্যায়ে বাড়ির নিজের গোয়াল ঘরে ঝুলন্ত অবস্থায় তার লাশ পাওয়া যায়। তাঁরা আরো জানান, সে অনেক দিন ধরে শারীরিক এবং কিছুটা মানসিকভাবে অসুস্থও ছিলেন।

ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল কাদের মিয়া বলেন, নিহতের সুরতহাল তৈরি করে ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button