মাগুরায় জেলা জজ ও তাঁর ছেলেসহ ১দিনে সর্বোচ্চ ৮ জনের করোনা পজিটিভ

0
97

মতিন রহমান, মাগুরা প্রতিনিধি : মাগুরায় আজ মঙ্গলবার জেলা ও দায়রা জজ কামরুল হাসান ও তাঁর ছেলেসহ একদিনে সর্বোচ্চ ৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত ৭২ জনে দাড়ালো। এদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছে ৩৪ জন। মারা গেছে ২ জন। নতুন সনাক্ত ৫ জনের বাড়ি মাগুরা সদরে,২ জনের বাড়ি মহম্মদপুরে ও একজনের বাড়ি শালিখা উপজেলায়।

২৩ জুন ২০২০ মঙ্গলবার মাগুরা সিভিল সার্জন ডা: প্রদিপ কুমার সাহা জানান – জেলায় নতুন করে ৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।এদের মধ্যে শহরের জেলা জজ বাংলাে ২জন, খানপাড়া,স্টেডিয়ামপাড়া,ও পুলিশ লাইনস্ – এ ১ জন করে , এছাড়া মহম্মদপুরের ভাটারা গ্রামে ১ জন ও মহম্মদপুরের ৩নং ওয়ার্ডের ১ জন এবং শালিখায়১ জন।

মাগুরায় এখন পর্যন্ত মোট করোনা সনাক্ত হয়েছে ৭২ জন।বর্তমানে হোম আইসোলেশনে আছেন-৩৪ জন।মোট সুস্থ্য ৩৬ জন,অদ্যবধি মৃত্যু ২ জন। এদিকে মাগুরা পুলিশ লাইনস্-এর বাসিন্দা ও অগ্রণী ব্যাংক শ্রীপুর শাখার কর্মকর্তা মুন্সি ওহিদুল ইসলামের করোনা পজিটিভ হওয়ায় অগ্রণী ব্যাংকের শ্রীপুর শাখাটি লকডাউন করেছে শ্রীপুর উপজেলা প্রশাসন।