বীরগঞ্জে ৯ টি ইউনিয়নে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৯ জন চেয়ারম্যান প্রার্থী

0
107

দিনাজপুর: চতুর্থ দফার ইউনিয়ন পরিষদ নির্বাচনে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ১১টি ইউনিয়নের মধ্যে ৯টি ইউনিয়নে ৪৯জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল কাদের জানায়, উপজেলার ১১ টি ইউনিয়নের মধ্যে ৯ টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ৯ টি ইউনিয়নে মোট ৪৯ জন চেয়ারম্যন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতার লক্ষে মনোনয়ন পত্র জমা দিয়েছেন। উপজেলার ৯২ টি কেন্দ্র ও ৫২১ টি বুথে ৯৩ হাজার ৭১৪ জন পুরুষ, ৯১ হাজার ৫৭০ জন মহিলা সহ মোট ১ লাখ ৮৫ হাজার ২৮৪ জন ভোটার গোপন ব্যালটে ভোটাধিকার প্রয়োগ করবেন। উপজেলা নির্বাচন অফিসার সহ ৪ জন রিটার্নিং অফিসার দায়িত্ব পালন করছেন।

জানাগেছে, ১ নং শিবরামপুর ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত সত্যজিৎ রায় কার্ত্তিক, জামায়াত সমর্থীত স্বতন্ত্র প্রার্থী আব্দুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মোঃ শাহাজালাল, স্বতন্ত্র প্রার্থী মোঃ মিজানুর রহমান ও স্বতন্ত্র প্রার্থী মোছাঃ ওলেছা বেগম সহ ৫ জন চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা ১৩ জন জন ও সাধারন ২৮ জন প্রার্থী।

২ নং পলাশবাড়ী ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত ইউপি সভাপতি মোস্তাক আহম্মেদ সিদ্দিকী মানিক, বিএনপি সমর্থিত স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান মোঃ জুয়েলুর রহমান, আ’লীগ সমর্থীত বিদ্রহী স্বতন্ত্র প্রার্থী ডাঃ পরেশ চন্দ্র রায়, স্বতন্ত্র প্রার্থী মোঃ আসাদুজ্জামান, স্বতন্ত্র প্রার্থী মোঃ রফিকুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী হুসেন মোঃ ওমর ফারুক সহ ৬ জন চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা ১৩ জন ও সাধারন ৪৪ জন প্রার্থী।

৩নং শতগ্রাম ইউনিয়নে জামায়াত সমর্থীত সতন্ত্র প্রার্থী বর্তমান ইউপি চেয়ারম্যান কে.এম.কুতুব উদ্দিন, আওয়ামীলীগ মনোনীত মোঃ মতিয়ার রহমান, আ’লীগ সমর্থীত স্বতন্ত্র প্রার্থী সাবেক ইউপি চেয়ারম্যন মোঃ হুরমত আলী, ইসলামী আন্দোলন বাংলাদেশ মোঃ মিজানুর রহমান, স্বতন্ত্র প্রার্থী মোঃ আব্দুল জলিল সহ ৫ জন চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা ১৩ জন ও সাধারন ৩৮ জন প্রার্থী।

৪নং পাল্টাপুর ইউনিয়নে আওয়ামীলীগ সমর্থিত সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুর রহমান, বর্তমান ইউপি চেয়ারম্যান বিএনপি সমর্থিত সতন্ত্র প্রার্থী মোঃ তহিদুল ইসলাম, আ’লীগ সমর্থীত বিদ্রহী স্বতন্ত্র প্রার্থী সাবেক চেয়ারম্যান সুরেন্দ্র নাথ কোকিল, আ’লীগ সমর্থীত বিদ্রহী স্বতন্ত্র প্রার্থী মোঃ তোফাজ্জল হোসেন রাজা, স্বতন্ত্র প্রার্থী মোঃ হায়দার আলী, স্বতন্ত্র প্রার্থী মোঃ সামিউল ইসলাম সহ ৬ জন চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা ১৬ জন ও সাধারন ৪৭ জন প্রার্থী।

৫নং সুজালপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী সাবেক চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম মাষ্টার, আওয়ামীলীগ মনোনীত বর্তমান চেয়ারম্যান মহেশ চন্দ্র রায়, আ’লীগ সমর্থীত বিদ্রহী স্বতন্ত্র প্রার্থী বর্তমান ইউপি সদস্য মোঃ দুলাল হোসেন, স্বতন্ত্র প্রার্থী মোঃ মাজেদুর রহমান, স্বতন্ত্র প্রার্থী মোঃ হাবিবুর রহমান, স্বতন্ত্র প্রার্থী মোঃ সাজেদুর রহমান সহ ৫ জন চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা ৯ জন ও সাধারন ৪৪ জন প্রার্থী।

৭নং মোহাম্মদপু ইউনিয়নে আ’লীগ সমর্থীত বিদ্রহী স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান গোপাল দেব শর্মা, আওয়ামীলীগ মনোনীত সাবেক চেয়ারম্যন মোঃ ওয়াহেদুজ্জামান বাদশা, স্বতন্ত্র প্রার্থী মোঃ শহিদুল্লাহ সহ সহ ৩ জন চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা ১১ জন ও সাধারন ২৯ জন প্রার্থী।

৯নং সাতোর ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত মোঃ জাকির হোসেন রাজা, জামায়াত সমর্থীত স্বতন্ত্র প্রার্থী মোঃ খোদা বকস, আ’লীগ সমর্থীত বিদ্রহী স্বতন্ত্র প্রার্থী মোঃ আব্দুর রশিদ, আ’লীগ সমর্থীত বিদ্রহী স্বতন্ত্র প্রার্থী টংকনাথ রায়, দলিল লেখক আ’লীগ সমর্থীত বিদ্রহী স্বতন্ত্র প্রার্থী পদ্মনাথ রায়, বিএনপি সমর্থীত স্বতন্ত্র প্রার্থী মোঃ মাহামুদুন নবী ওয়ার্ড, ইসলামী আন্দোলন বাংলাদেশ মোঃ মাসউদুর রহমান, স্বতন্ত্র প্রার্থী মোঃ নিজাম উদ্দীন সহ ৮ জন চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা ১১ জন ও সাধারন ৪২ জন প্রার্থী।

১০নং মোহনপুর ইউনিয়নে বিএনপি সমর্থিত স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান মোঃ মজিদুল ইসলাম মাষ্টার, আওয়ামীলীগ মনোনীত মোঃ তাইজুল ইসলাম, বিএনপি সমর্থীত সতন্ত্র প্রার্থী মোঃ শাহিনুর রহমান চৌধুরী শাহিন, জামায়াত সমর্থীত স্বতন্ত্র প্রার্থী মোঃ লুৎফর রহমান, স্বতন্ত্র প্রার্থী মোঃ গোলাম মোস্তফা রাঙ্গা, ইসলামী আন্দোলন বাংলাদেশ মোঃ খাবিরুল মাহমুদ সহ ৬ জন চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা ১৪ জন ও সাধারন ৩৫ জন প্রার্থী।

১১নং মরিচা ইউনিয়নে উপজেলা আ’লীগের সাবেক সাধারন সম্পাদক, সাবেক ইউপি চেয়ারম্যান আ’লীগ সমর্থীত স্বতন্ত্র প্রার্থী দেবেশ চন্দ্র রায়, আওয়ামীলীগ মনোনীত বর্তমান ইউপি চেয়ারম্যান আতাহারুল ইসলাম চৌধুরী হেলাল, বিএনপি সমর্থীত স্বতন্ত্র প্রার্থী সাবেক চেয়ারম্যান মোঃ হাফিজুর রহমান চৌধুরী বাদশা, জামায়াত সমর্থীত স্বতন্ত্র প্রার্থী মোঃ নজমুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মোঃ সফিকুল ইসলাম সহ ৫ জন চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা ১৫ জন ও সাধারন ৪১ জন প্রার্থী।

উপজেলায় চেয়ারম্যান ৪৯ জন, সংরক্ষিত মহিলা সদস্য ১১৫ জন, সাধারণ সদস্য ৩৪৮ জন সহ সর্বমোট ৫১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতার লক্ষে মনোনয়ন পত্র জমা দিয়েছেন।