মানবতাবিরোধী অপরাধীকে জেলখানায় আয়েশে থাকতে দেয়া যায় না : তথ্য প্রতিমন্ত্রী

0
97
ফাইল ছবি।

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান বলেছেন, ত্রিশ লাখ শহীদের রক্তে রঞ্জিত যে দেশের মাটি, সেই দেশে মানবতাবিরোধী অপরাধীকে জেলখানায় আরাম আয়েশে থাকতে দেয়া যায় না। মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে সাঈদীর মৃত্যুদন্ড কার্যকর করার দাবি জানিয়ে তিনি বলেন, ‘তার আমৃত্যু সাজার বিরুদ্ধে প্রয়াত এটর্নি জেনারেল মাহবুবে আলম রিভিউ আবেদন করে গিয়েছেন সেই রিভিউ আবেদন কার্যকর করতে হবে। আমাদের শপথ সাঈদীর ফাঁসি কার্যকর না হওয়া পর্যন্ত আন্দোলন করে যাবই।’

প্রতিমন্ত্রী আজ জাতীয় জাদুঘরের সামনে বাংলাদেশ মুক্তিযোদ্ধা মঞ্চ আয়োজিত স্বাধীনতার স্বুর্ণ জয়ন্তী উদযাপনের আগেই যুদ্ধাপরাধী দেলোয়ার হোসেন সাঈদীর আমৃত্যু কারাদন্ডের রায় বাতিল করে মৃত্যুদন্ডের রায় ঘোষণা ও দ্রুত কার্যকর করার দাবিতে বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন। খবর সংবাদ বিজ্ঞপ্তির।

বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আমিনুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুপ্রিম কোর্টের আপীল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, স্বাধীনতা চিকিৎসক পরিষদের যুগ্ম-মহাসচিব ডা. উত্তম কুমার বড়ুয়া এবং ভাস্কর শিল্পী রাশা।

প্রতিমন্ত্রী বলেন, বাংলার মানুষ যখন মুজিবর্ষ পালন করছে; যখন বিশ্ব অবাক দৃষ্টিতে দেখছে; প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নে পথে এগিয়ে চলছে বাংলাদেশ; সেই দেশে মানবতাবিরোধী আপরাধীকে জেল খানায় আরাম আয়েশে থাকতে দেয় যায় না।

মুরাদ হাসান বলেন, পিরোজপুর জেলায় ১৯৭১ সালে দেলোয়ার হোসেন সাঈদী মানবতাবিরোধী অপরাধের মাস্টারমাইন্ড ছিলেন। সাঈদী সরাসরি যুক্ত থেকে গণহত্যা, লুণ্ঠন, নির্যাতনসহ নানা অপকর্ম করেছেন । মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে সাঈদীর আমৃত্যু কারাদন্ডের রায় বাতিল করে মৃত্যুদন্ডের রায় ঘোষণা ও দ্রুত কার্যকর করার দাবি মুক্তিযোদ্ধার সন্তানদের এবং বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চের।

প্রতিমন্ত্রী বলেন, এই বাংলাদেশ মুক্তিযোদ্ধাদের, এই দেশ বঙ্গবন্ধুর, এই বাংলাদেশ প্রধানমন্ত্রীর দেশ। বাংলার মাটিতে ধর্মের নামে কোনো রাজনীতি হতে দেয়া যায় না।-বাসস