আন্তর্জাতিক

তৃণমূলে যোগ দিলেন সাবেক মুখ্যমন্ত্রীসহ কংগ্রেসের ১২ বিধায়ক

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ে ১৭ জন কংগ্রেস বিধায়কের মধ্যে ১২ জন পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলে যোগ দিয়েছেন। বুধবার (২৪ নভেম্বর) রাতে তৃণমূল কংগ্রেসে যোগ দেন তারা। খবর ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির।

কংগ্রেস শিবিরকে আরও একটি বিশাল ধাক্কা দিল মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। যার ফলে মেঘালয় রাজ্যে বিরোধীর আসনে এখন তৃণমূল। সূত্রের খবর, বৃহস্পতিবার মেঘালয় যাচ্ছেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক। দুপুরে সাংবাদিক সম্মেলন করবেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মুকুল সাংমা। সেখানেই সরকারি ভাবে যোগাদানের ঘোষণা হতে পারে। ৬০ আসন বিশিষ্ট মেঘালয় বিধানসভায় কংগ্রেসের বিধায়ক সংখ্যা ১৮।

২০২৪-এর লোকসভা ভোটকে টার্গেট করে পশ্চিমবঙ্গের বাইরেও শক্তি বাড়াচ্ছে তৃণমূল। ইতিমধ্যে ত্রিপুরা এবং গোয়ায় ভিত শক্ত করার কাজ শুরু করেছে ঘাসফুল শিবির। মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে সম্প্রতি তৃণমূলে যোগ দিয়েছেন কংগ্রেস নেতা কীর্তি আজাদ, প্রাক্তন সাংসদ অশোক তানওয়ার।

গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনো ফালেরিও এবং কংগ্রেস নেত্রী সুস্মিতা দেব যোগ দিয়েছেন তৃণমূলে। তাঁদের রাজ্যসভায় পাঠিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়া গোয়ায় তৃণমূলে যোগ দিয়েছেন টেনিস তারকা লিয়েন্ডার পেজ এবং জাতীয় দলের প্রাক্তন সাঁতারু তথা অভিনেতা নাফিসা আলিও।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button