মোংলায় অবৈধ দখল উচ্ছেদ ও ভোক্তা অধিকার সংরক্ষণে বিশেষ অভিযান

0
118

মোঃসোহেল,মোংলা প্রতিনিধি: মোংলায় অবৈধ দখল উচ্ছেদ ও ভোক্তা অধিকার সংরক্ষণে বিশেষ অভিযান চালানো হয়েছে। মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত পৌর শহরের বিভিন্ন সড়কের পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ ও ভোক্তা অধিকার আইন বাস্তবায়নে প্রধান বাজারে এ অভিযান চালান নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার।

এ সময় ১১ ব্যক্তিকে অবৈধভাবে ফুটপাত দখল ও মুদি দোকানে মুল্য তালিকা না টানানোর অভিযোগে ২৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার বলেন, পৌর কর্তৃপক্ষের চাহিদাপত্র অনুযায়ী মঙ্গলবার এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে বেশ কয়েকজনকে আইনের আওতায় আনা হয়েছে।

এছাড়াও অবৈধ দখলদার ও বাজারের ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে। এরপরও তারা অবৈধ দখল না ছাড়লে এবং ব্যবসায়ীরা ভোক্তা অধিকার আইন বাস্তবায়নে সহায়তা না করলে আগামী মাসে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আঃ রহমান বলেন, শহরের প্রধান প্রধান সড়কের ফুটপাত, সংযোগ সড়ক ও ড্রেন দখল করে রাখায় জনসাধারণকে চরম ভোগান্তী পোহাতে হচ্ছে। এ সকল অবৈধ দখল ছেড়ে দেয়ার প্রতিনিয়ত পৌরসভার ডিজিটাল সেন্টার থেকে প্রচারণা চালানোসহ সংশ্লিষ্টদেরকে বার বার বলার পরও তারা বহালতবিয়তে রয়েছেন। যার ফলে পৌরবাসীকে নানা ধরণের ভোগান্তী পোহাতে হচ্ছে। পৌরবাসীর দাবীর প্রেক্ষিতে ও তাদের ভোগান্তি রোধে এ ধরণের অভিযান চালানো হয়েছে। এ অভিযান স্থানীয় প্রশাসনের সহায়তায় অব্যাহত রাখা হবে বলেও জানান তিনি।

বিশেষ এ অভিযানে উপস্থিত ছিলেন পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আঃ রহমান, প্যানেল মেয়র-০১ মোঃ সফিকুর রহমান খাঁন, প্যানেল মেয়র-০২ হুমায়ন হামিদ নাসির, পৌরসভার সচিব অমল কৃঞ্চ সাহা, কালেক্টর অব ট্যাক্সেস মোঃ মোহসিন হোসেন, স্যানিটারী ইন্সপেক্টর এস,এম বাদল, লাইসেন্স ইন্সপেক্টর ফয়েজ আহম্মেদ ও থানা পুলিশের সদস্যসহ বন্দরের নিরাপত্তা কর্মীরা।