বুলগেরিয়ায় নার্সিং হোমে আগুন, নিহত ৯


বুলগেরিয়ায় একটি নার্সিং হোমে আগুন লেগে নয় জন নিহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার (২২ নভেম্বর) দেশটির পূর্বাঞ্চলীয় এলাকার এই ঘটনা ঘটে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এপি।
প্রতিবেদনে বলা হয়, নিহতরা সবাই বয়স্ক নাগরিক। বুলগেরিয়ার অগ্নিনির্বাপন দফতরের প্রধান তিহমির তোতেভ জানান, সোমবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে দেশের পূর্বাঞ্চলীয় এলাকায় অবস্থিত রয়াক গ্রামের একটি নার্সিং হোমে আগুন লাগার ঘটনা ঘটে। ওই এলাকার একটি পুরাতন স্কুল ভবনকে সংস্কার করে বয়স্কদের বসবাসের উপযোগী করে তোলা হয়েছিল। সোমবার সেখানেই আগুনের ঘটনা ঘটে।
তিনি আরও জানান, আগুন লাগার সময় ভবনটিতে ৫৮ জন অবস্থান করছিলেন। দুর্ভাগ্যজনকভাবে তাদের মধ্যে ৯ জন প্রাণ হারান। ঘটনা সামনে আসার পরপরই তাৎক্ষণিকভাবে ভবনের বাসিন্দা বয়স্ক নাগরিকদেরকে বের করে আনা হয় এবং আগুনে সৃষ্ট ধোঁয়ায় অসুস্থ হয়ে যাওয়ায় কয়েকজনকে চিকিৎসা দেওয়া হয়।
এদিকে ওই নার্সিং হোমের পরিচালক মিলেনা মাজুরিক অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাণ হারানো ব্যক্তিদের সংখ্যা নিশ্চিত করেছেন। নিহতের সংখ্যা ৯ জনের বেশি নয় বলে দাবি করেছেন তিনি।