বেনাপোলে পুলিশের অভিযানে ফেনসিডিল সহ দুই মাদক ব্যবসায়ী আটক

0
88

নাজিম উদ্দীন জনি,শার্শা(বেনাপোল)প্রতিনিধিঃ যশোরের বেনাপোল সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১৪৮ বোতল ফেনসিডিল ও একটি ইজিবাইক সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। রবিবার (২১ নভেম্বর) রাত সাড়ে ৯ টার সময় বেনাপোল পোর্ট থানার বোয়ালিয়া গ্রাম থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো, বেনাপোলের হায়দার আলীর ছেলে শামিম হোসেন (২১) ও একই এলাকার আলমগীর ভূইয়ার ছেলে রাজীব ভূইয়া (২৫)।

পুলিশ জানায়, মাদক পাচারের গোপন খবরে বেনাপোল পোর্ট থানার এসআই রোকনুজ্জামান সঙ্গীয় ফোর্স সহ বেনাপোল পোর্ট থানাধীন বোয়ালিয়া গ্রামে অভিযান চালিয়ে ১৪৮ বোতল ফেনসিডিল ও একটি ইজিবাইক সহ তাদের আটক করে।

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ মামুন খান জানান, আটকদের বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে। আগামীকাল তাদেরকে যশোর আদালতে পাঠানো হবে।