রাজনীতি
তিন পৌরসভা ও চার বিভাগের ইউপিতে আ.লীগের প্রার্থী যারা


তিনটি পৌরসভা ও চারটি বিভাগের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী ঘোষণা করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। রোববার (২১ নভেম্বর) দলটির দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তালিকা ঘোষণা করা হয়।
তিন পৌরসভা (পাবনার আটঘরিয়া, নরসিংদীর রায়পুরা এবং কক্সবাজারের টেকনাফ) ও চতুর্থ ধাপের রংপুর, রাজশাহী, বরিশাল ও খুলনা বিভাগের ইউনিয়নগুলোর তালিকা ঘোষণা করা হয়েছে। এর আগে শনিবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় প্রার্থী তালিকা চূড়ান্ত করা হয়।