ধামরাইয়ে বালিয়া ইউপি নির্বাচনে নবনির্বাচিত চেয়ারম্যান -মেম্বারদের গণ সংবর্ধনা

0
113

রনজিত কুমার পাল (বাবু) ঢাকা জেলা প্রতিনিধি: রাজধানী ঢাকার অদূরে ঢাকা জেলার ধামরাইয়ে শনিবার ২০ নভেম্বর বিকাল ৩ টায় বালিয়া ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান, মেম্বার ও মহিলা মেম্বারদের গণসংবর্ধনা দেন ধামরাই মাটি ও গণ মানুষের ঢাকা -২০ ধামরাই এর স্থানীয় সাংসদ ও ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি জননেতা বীর মুক্তিযোদ্ধা জনাব বেনজীর আহমদ।

গণসংবর্ধনা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বালিয়া ইউনিয়ন আওয়ামীলীগ এর সভাপতি আব্দুল আলীম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেনন ঢাকা-২০ ধামরাই আসনের মানণীয় জাতীয় সংসদ সদস্য ও ঢাকা জেলা আওয়ামীলীগ এর সভাপতি জননেতা বীরমুক্তিযোদ্ধা জনাব বেনজীর আহমদ এমপি।

প্রধান অতিথি’র বক্তব্যে স্হানীয় সাংসদ আলহাজ্ব বেনজীর আহমদ বলেন এবারের ইউপি নির্বাচন সুষ্ঠ হয়েছে বলেই নৌকার বিজয় হয়েছে, মানুষ নৌকাকে ভালবাসে বলেই নৌকা বিজয় হয়েছে, বালিয়া ইউনিয়নে আওয়ামীলীগ একটি শক্তিশালী সংগঠন, তবে যারা নৌকার বিরোধীতা করেছে তাদের বিচার অবশ্যই হবে। তারা দলে থেকে আবার দলের সাথে বেইমানি করে এমন লোকের দলে দরকার নেই, তিনি আরো বলেন দেশকে এগিয়ে নিতে হলে আগামীতে আবারও আওয়ামীলীগে ভোট দিতে হবে, আওয়ামীলীগ সরকারই পারে এই দেশটাকে এগিয়ে নিতে, এসময় বেনজীর আহমেদ আরো বলেন বিএনপি সরকারের আমলে মানুষ নিরাপদ ছিল না, চুরি ডাকাতি হত্যা সহ চাঁদাবাজি করে বেড়াতো বলেই আজ বিএনপি জনগণের সামনে আসতে পারে না।

পরে তিনি নবনির্বাচিত চেয়ারম্যান, মেম্বার ও মহিলা মেম্বারদের ফুলের মালা দিয়ে বরণ করে নেন।

এসময় বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামীলীগ এর প্রচার ও প্রকাশনা সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ এনামুল হক আইয়ুব, ধামরাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সিরাজউদ্দিন সিরাজ ,ধামরাই উপজেলা পরিষদের মহিলা ভাইস এ্যাডভোকেট সোহানা জেসমিন মুক্তা, এছাড়াও উপস্থিত ছিলেন বালিয়া ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও বালিয়া ইউনিয়ন আওয়ামীলীগ এর সাংগঠিন সম্পাদক মজিবুর রহমান, বালিয়া ইউনিয়ন আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক আহম্মদ হোসেন, লুৎফর রহমান, বালিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রাজীব হাসান সহ উপস্থিত ছিল আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন, অঙ্গ সংগঠন এর বিভিন্ন নেতৃবৃন্দ সহ বালিয়া ইউনিয়নের জনগন।