সোমালিয়ায় ব্যস্ত বাজারে ভয়াবহ বোমা হামলা, মৃত্যু ৮

0
83

সোমালিয়ার দক্ষিণ-পশ্চিম প্রদেশের প্রশাসনিক রাজধানী বাইদোয়ার একটি ব্যস্ত বাজারে বোমা হামলার ঘটনায় আট ব্যক্তি নিহত হয়েছেন এবং আরো ১৩ জন আহত হয়েছেন। গতকাল শুক্রবার (১৯ নভেম্বর) বোমা হামলার এ ঘটনা সংঘটিত হয় বলে সংবাদ প্রকাশ করেছে আনাদোলু এজেন্সি।

আনাদোলু এজেন্সিকে সোমালিয়ার এক পুলিশ কর্মকর্তা বলেন, সোমালিয়ার বারডেল এলাকার শহরাঞ্চলে একটি ব্যস্ত বাজারে বোমা বিস্ফোরণের এ ঘটনা ঘটে। ওই স্থানটি সোমালিয়ার রাজধানী মোগাদিসু থেকে ৩১০ কি.মি. দূরে অবস্থিত।

স্থানীয় পুলিশ কর্মকর্তা মোহাম্মদ আহমেদ ইসহাক বলেন, ওই অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা বন্ধ করে দেয়া হয়েছে। নিহতদের বেশিরভাগই বেসামরিক নাগরিক। এছাড়া আরো ১৩ ব্যক্তি আহত হয়েছেন। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। সূত্র : আনাদোলু এজেন্সি।