সৌদি আরবে একদিনে সর্বোচ্চ সংখ্যক রোগী সুস্থ হওয়ার রেকর্ড

0
90

গাজী আল মামুন, সৌদি আরবঃ মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় সৌদি আরবে এক দিনে সর্বোচ্চ সংখ্যক রোগী সুস্থ হওয়ার রেকর্ড করেছে। আজ সোমবার ৪০৪৫ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। একই দিনে নতুন করে ৪০ জন মৃত্যুবরণ করেছেন। সৌদি আরবে সর্বমোট সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১ লক্ষ ৫ হাজার ১৭৫ জন। এখন পর্যন্ত সর্বমোট মৃত্যু ১৩০৭ জন।

আজ নতুন করে করোনা শনাক্ত করা হয়েছে ৩ হাজার ৩৯৩ জন। এখন পর্যন্ত মোট করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৬১ হাজার ৫ জন।

বর্তমানে করোনাভাইরাসে আক্রান্ত অবস্থায় চিকিৎসাধীন আছেন ৫৪ হাজার ৫২৩ জন। এর মাঝে গুরুতর অবস্থায় আছেন ২ হাজার ৪৫ জন।

নতুন শনাক্তদের মধ্যে রিয়াদে ৪৩৮, জেদ্দায় ৩৮৮, দাম্মামে ৩৪৫, মক্কায় ২৬৯, আল কাতিফে ২১৭, হাফুফে ১৮৩, মদিনায় ১৬৯, খামিস মুশাইতে ১৫০, তাইফে ১২১, আভা তে ৭৯, এবং এছাড়াও অন্যান্য এলাকায় বিপুল সংখ্যক নতুন রোগী শনাক্ত করেছে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়!