মুন্সীগঞ্জে সাইন্টিফিক সেমিনার ও বর্ষপূর্তি উপলক্ষে স্বাস্থ্য বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

0
137

আবু সাঈদ দেওয়ান সৌরভ, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জ জেলা বিডিএমএ এর উদ্যোগে অপসোনিন ফার্মার আয়োজনে সাইন্টিফিক সেমিনার ও বর্ষপূর্তি ২০২১ উপলক্ষে এলার্জিক রাইনাইটিস, এ্যাজমা ও কমন কোল্ড সম্পর্কে আলোচনা ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ ই নভেম্বর) মুন্সীগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কনফারেন্স রুমে সকাল ৯ টায় শুরু হয়ে দুপুর ৩ টায় পর্যন্ত এ সভা অনুষ্ঠিত হয়।

এ সময় মুন্সীগঞ্জ জেলা শাখা বিডিএমএ এর সাধারণ সম্পাদক ডাঃ সরকার হুমায়ন কবির এর সঞ্চালনায় সভাপতি ডাঃ তপন কুমার দাস এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেকাপ এর সহ-সভাপতি ডাঃ মো. হাফিজ কুদ্দুস তরফদার। বিশেষ অতিথি হিসাবে আরো উপস্থিত ছিলেন ডাঃ হাফিজ সারওয়ার, ডাঃ মো. শহিদুল ইসলাম, ডাঃ শোয়াইব আহম্মেদ, ডাঃ মো. মোশাররফ হোসেন সিকদার, ডাঃ সিরাজুল ইসলাম বাচ্চু এবং ডাঃ মো. আল রাব্বানী প্রমুখ। এছাড়াও মুন্সীগঞ্জ জেলার বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত চিকিৎসকগন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এ সময় সম্মানিত সিনিয়র চিকিৎসকগন জনস্বাস্থ্য বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও মূল্যবান বক্তব্য উপস্থাপন করেন।