উগান্ডায় পুলিশের অভিযানে নিহত সন্দেভাজন ৫

0
89

উগান্ডায় পুলিশের গুলিতে সন্দেহভাজন ৫ জন নিহত হয়েছেন। গ্রেপ্তার করা হয়েছে ২১ জনকে। আইএসের আত্মঘাতী দুইটি বোমা হামলার পর এ অভিযান চালায় পুলিশ। ওই হামলায় তিন বেসামরিকের মৃত্যু হয়।

পুলিশের মুখপাত্র ফ্রেড এনাঙ্গা বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে বলেন, দেশের পশ্চিম অঞ্চলে সন্ত্রাস দমনে নিয়োজিত কর্মকর্তারা নটোরোকোতে চার সন্দেহভাজন সন্ত্রাসীকে হত্যা করেছে। পঞ্চম ব্যক্তি শেখ আবাস মুহাম্মদ কিরেভি নামের একজন পুলিশের গুলিতে নিহত হন। কিরেভু স্থানীয় ইসলামিক নেতা ছিলেন যিনি কাম্পালায় সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে জাগিয়ে তোলার জন্য দায়ী ছিলেন।

অ্যালাইড গণতান্ত্রিক বাহিনীর (এডিএফ) ওপর অভিযান চালিয়ে ২১ জন সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।এডিএফ উগান্ডার একটি বিদ্রোহী গোষ্ঠী। তাদের বিরুদ্ধে পূর্ব ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে হাজার হাজার বেসামরিক নাগরিককে হত্যার অভিযোগ রয়েছে।

গেলো বৃহস্পতিবারের আত্মঘাতী দুইটি বোমা হামলায় কমপক্ষে তিনজন মারা গেছে এবং আহত হয়েছে ৩৩ জন।