কমলনগরে অবৈধ দোকানপাট উচ্ছেদ অভিযান

0
77

কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের কমলনগরে ভূমি অফিসের জায়গা জবরদখলে থাকা দোকানপাট উচ্ছেদ করেছে কমলনগর উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (১৮ নভেম্বর ) সকালে উপজেলার চর লরেন্স বাজারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পুদম পুষ্প চাকমা নেতৃত্বে অবৈধভাবে থাকা দোকানপাট উচ্ছেদের অভিযান পরিচালিত হয়।

এ অভিযানে উপজেলা ভূমি অফিসের জায়গা দখল করে গড়ে উঠা ১৭টি মৌজার প্রায় ২০-২৫টি দোকান ঘর উচ্ছেদ করা হয়।’

এসময় অভিযান পরিচালনা কালে উপস্থিত ছিলেন কমলনগর সার্ভেয়ার ভুমি প্রমেষর চাকমা, হাজিরহাট ইউনিয়ন তহসিলদার মো. আবুল কাশেম, লরেন্স বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারন সম্পাদক রহমান পাটওয়ারী।

উল্লেখ্য, অস্থায়ী ইজারাকৃত একসনা বন্ধবস্ত দেওয়া এসব নথি বাতিল করে পর পর দুই বার স্থাপনা সরানোর নোটিশ করা হয়। শেষ নোটিশের পাঁচ মাস হয়ে গেলেও স্থাপনা না সরানোর কারনে উপজেলক ভুমি অফিস এই অভিযান দেন।

এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পুদম পুষ্প চাকমা বলেন- নোটিশের পাঁচ অতিবাহিত হলেও ঘর মালিকরা নিজ উদ্যোগে না নেওয়ার সরকার জমি রক্ষায় এই উচ্ছেদ অভিযান।