মুন্সীগঞ্জে বালতি ভর্তি ককটেল উদ্ধার

0
143

আবু সাঈদ দেওয়ান সৌরভ, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জে পরিত্যক্ত অবস্থায় ২ বালতি ভর্তি ১৫ টি ককটেল উদ্ধার করেছে মুন্সীগঞ্জ ডিবি পুলিশ। বৃহস্পতিবার (১৮ নভেম্বর) সকালে মুন্সীগঞ্জ সদর উপজেলার মহেষপুর গ্রাম থেকে এসব ককটেল উদ্ধার করা হয়। এ ঘটনায় এখনো কাউকে আটক করা সম্ভব হয়নি।

তথ্য সুত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে সদর উপজেলার মহেষপুর গ্রামের সাদেক দেওয়ানের বাড়ির পিছনে কাচা রাস্তার ঢালে ( খালের পারে) ঝোপের মধ্য থেকে পরিত্যক্ত অবস্থায় ২ বালতি ভর্তি ১৫টি তাঁজা ককটেল উদ্ধার করা হয়।

এ বিষয়ে মুন্সীগঞ্জ গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ জানান , দুই বালতিতে মোট ১৫ পিছ ককটেল পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। ককটেলের উৎস সম্পর্ক খোঁজ নেওয়া হচ্ছে। ধারণা করা হচ্ছে সামনের ইউপি নির্বাচনকে কেন্দ্র করে ওই এলাকার চলমান দু-গ্রুপের দ্বন্দ্বের কারনে এ সমস্ত ককটেল মজুদ করা হয়েছিলো।