মির্জাগঞ্জে নির্বাচনী প্রচারণায় প্রতিপক্ষের বাধা দেওয়ার অভিযোগ

0
76

মো: রনি খান, মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি : তৃর্তীয় ধাপের ইউপি নির্বাচনে মির্জাগঞ্জের আমড়াগাছিয়া ইউনিয়নের সংরক্ষিত (১, ২, ৩) নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনের মেম্বার প্রার্থী ফরিদা বেগমের প্রচরনায় বাধা, পোস্টার ও ব্যানার ছিড়ে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিদ্বন্দ্বী বর্তমান মেম্বার বুলবুল আক্তারের ছেলের বিরুদ্ধে।

এ ঘটনায় বৃহস্পতিবার (১৮নভেম্বর) দুপুরে রিটার্নিং কর্মকর্তা বরাবরে লিখিত অভিযোগ করেন মেম্বার প্রার্থী ফরিদা বেগম।

অভিযোগ সূত্রে জানা যায়, ফরিদা বেগম তার কর্মীদের সমর্থকদের নিয়ে নির্বাচনী প্রচারণায় উত্তর আমড়াগাছিয়া ‘নগর হাওলাদারের’ বাড়ির দরজার সামনে পৌঁছালে প্রতিদ্বন্দ্বী প্রার্থী বুলবুল আক্তারের ছেলে রাজু ও তার কর্মী মামুন সহ আরো পাঁচ-ছয় জনসহ তাদের ওপর অতর্কিত হামলা করে। এছাড়াও ফরিদা বেগমের নির্বাচনী পোস্টার ব্যানার টানানোর সঙ্গে সঙ্গে ছিড়ে ফেলে এবং তার কর্মীদের প্রচার প্রচরনা না চালতে বিভিন্নভাবে হুমকি-ধামকি প্রাদান করে।

অভিযুক্ত প্রার্থী মোসাম্মৎ বুলবুলি আক্তার জানান, নির্বাচনে তার জোয়ার দেখে প্রতিদ্বন্দ¦ী প্রার্থী মিথ্যা অভিযোগ করছে।

উপজেলা নির্বাচনী কর্মকর্তা মোঃ শাহাদাত হোসেন বলেন, আমি বাহিরে আছি অফিসে গিয়ে দেখব।