সিংড়া উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

0
88

জেলা প্রতিনিধি, নাটোরঃ নাটোর সিংড়া উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন হয়েছে। বুধবার (১৭ নভেম্বর) দুপুরে সিংড়া কোর্ট মাঠে আয়োজিত সম্মেলনে ভিডিও কন্ফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি।

সিংড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ওহিদুর রহমান শেখ এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগের রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক এসএম কামাল, আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আক্তার জাহান, জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুস, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শিমুল, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নাটোর-১(লাপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল, নাটোর-নওগাঁ সংরক্ষিত আসনের সাংসদ রত্না আহমেদ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পৌর মেয়র উমা চৌধুরী, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মালেক শেখসহ অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানের দ্বিতীয় অধিবেশনে জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি সিংড়া উপজেলার আওয়ামীলীগের সভাপতি হিসেবে এ্যাডভোকেট শেখ ওহিদুর রহমান এবং সাধারণ সম্পাদক হিসেবে সিংড়া পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌসের নাম ঘোষণা করেন। এর আগে এডভোকেট ওহিদুর রহমান শেখ সভাপতি এবং তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জুনাইদ আহমেদ পলক এমপি সাধারণ সম্পাদক হিসেবে প্রায় নয় বছর দায়িত্ব পালন করেন।