রামপালে ভ্রাম্যমান আদালতের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

0
79

সুব্র ঢালী, স্টাফ রিপোর্টারঃ বিএসটিআই লাইসেন্স ছাড়া পন্য উৎপাদন ও বাজারজাত করায় রামপালে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে দুই প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে ৷ বুধবার দুপুরে রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ কবীর হোসেন ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন ৷

ইউএনও জানান, গোবিন্দপুর গ্রামের নিউ ভৈরব ড্রিংকিং ওয়াটার এবং ফয়লাবাজারের মিতালী ফুড প্রোডাক্টস এর কারখানায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয় ৷

এ সময় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশন আইন ২০১৮ এর ৩০ ধারা মোতাবেক দুইটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয় ৷ এসময় বি এস টি আই খুলনার সিএম মোঃ রকিবুল হাসান ও প্রশাসনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন ৷