অর্থনীতি

সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় শেষ হলো পুঁজিবাজারে লেনদেন

সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় শেষ হয়েছে পুঁজিবাজারে লেনদেন। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জ ও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সূচক বেড়েছে। এ সপ্তাহের সোমবার ডিএসই ও সিএসই সূত্রে জানা যায় এসব তথ্য। এদিন ১১ পয়েন্ট বেড়ে ডিএসইর ডিএসইএক্স সূচক অবস্থান করছে ৬ হাজার ৯৪১ পয়েন্টে। এ ছাড়া ডিএসই-৩০ সূচক ৩ পয়েন্ট বেড়ে এবং ডিএসই শরিয়াহ সূচক কোনো পয়েন্ট না বেড়ে যথাক্রমে অবস্থান করছে ২৬৫৯ পয়েন্ট ও ১৪৬৫ পয়েন্টে।

এদিনে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে শেয়ারের দাম বেড়েছে ১১৫ কোম্পানির এবং কমেছে ২২৭ কোম্পানির। এ ছাড়া দাম অপরিবর্তিত রয়েছে ৩১ কোম্পানির শেয়ারের। অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও বেড়েছে সূচক। সিএএসপিআই সূচক ২৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২০ হাজার ৩২৩ পয়েন্টে।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button