টি-২০ বিশ্বকাপ
উইলিয়ামসনের ব্যাটিং তাণ্ডব


টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিং তাণ্ডব চালিয়ে যাচ্ছেন কেন উইলিয়ামসন।
৩২ বলে ৫টি চার আর দুই ছক্কায় ফিফটি পূর্ণ করেন নিউজিল্যান্ড অধিনায়ক। তার ব্যাটে ভর করে চ্যালেঞ্জিং স্কোর গড়ার স্বপ্ন দেখছে কিউইরা।
১৪.১ ওভারের খেলা শেষে নিউজিল্যান্ডের সংগ্রহ ১০৮/২ রান।
রোববার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসরের ফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া।