ইরানে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১

0
90
ফাইল ছবি

ইরানে পরপর দুইটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রোববার (১৪ নভেম্বর) ইরানের দক্ষিণাঞ্চলে বন্দর আব্বাসের কাছে ভূমিকম্প দুইটি আঘাত হানে। এতে এখন পর্যন্ত একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এসময় ঐ এলাকার বাসিন্দারা ঘরবাড়ি ছেড়ে পলিয়ে যেতে বাধ্য হয় বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন।

হরমোজগান প্রদেশে কম্পনের মাত্রা ছিল ৬ দশমিক ৩ এবং ৬ দশমিক ৪। কম্পন দুবাই উপসাগরজুড়ে অনুভূত হয়েছে।

দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে জানায়, বিদ্যুতের খুঁটি পড়ে একজনের মৃত্যু হয়েছে।

ইরানের হরমোজগান প্রদেশের দক্ষিণাঞ্চলের কয়েকটি শহরে ভূমিকম্পটি অনুভূত হয়। একজন কর্মকর্তা জনান, ওই এলাকায় উদ্ধারকারী দল পাঠানো হয়েছে। জানা গেছে, বড় ভূতাত্ত্বিক ত্রুটির কারণে সাম্প্রতিক বছরগুলোতে ইরানে বেশ কয়েকটি বিধ্বংসী ভূমিকম্প আঘাত হেনেছে।