নান্দাইলে সাংবাদিক এনামুল হক মিলনের ৮ম মৃত‍্যু বার্ষিকী পালিত

0
104

এইচএম সাইফুল্লাহ্, নিজস্ব প্রতিনিধিঃ ময়মনসিংহের ঐতিহ্যবাহী নান্দাইল প্রেসক্লাবের সদস্য দৈনিক স্বদেশ সংবাদ পত্রিকার সাবেক নান্দাইল প্রতিনিধি ও জাওয়ার উচ্চ বিদ্যালয়ের কৃষি শিক্ষক মোঃ এনামুল হক মিলনের ৮ম মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে রবিবার (১৪ই নভেম্বর) নান্দাইল প্রেসক্লাব মিলনায়তনে স্বরণ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উল্লেখ্য, সাংবাদিক মিলন ২০১৩ সনে তাড়াইল থেকে বাড়িতে আসার পথে সড়ক দূঘটনায় নিহত হন।

সাংবাদিক মিলনের স্মরন সভা ও মিলাদ মাহফিলে আলোচনা করেন বাংলাদেশ সাংবাদিক সমিতির সাংগঠনিক সম্পাদক ও নান্দাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক এনামুল হক বাবুল, যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম রফিক, মাওলানা ইসলাম উদ্দিন, নান্দাইল প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আমিনুল ইসলাম আনজু, প্রেসক্লাব কার্যনির্বাহী সদস্য মোঃ রমজান আলী, প্রধান শিক্ষক ফখর উদ্দিন ভূইঁয়া , সাংবাদিক মাহাবুব আলম খান, সাংবাদিক আজিজুল হক, সাংবাদিক ডা: মঞ্জুরুল হক, ইনকিলাব সাংবাদিক মাওলানা হাবিবুর রহমান হাবিব, সাংবাদিক প্রভাষক এহসানুল হক তানভীর, আবুল কালাম আজাদ প্রমুখ। মোনাজাত পরিচালনা করেন প্রেসক্লাব অডিটর সিনিয়র শিক্ষক মাওলানা ইসলাম উদ্দিন।