টাঙ্গাই‌লে মোটরসাই‌কেল দুর্ঘটনায় ‌নিহত ৩

0
86

টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাই‌লে ভুঞাপু‌রে মোটরসাই‌কেল নিয়ন্ত্রণ হা‌রি‌য়ে তিন কিশোরের মৃত‌্যু হ‌য়ে‌ছে। শুক্রবার (১২ ন‌ভেম্বর) দুপুর আড়াইরটার দি‌কে উপ‌জেলার গোবিন্দাসী ইউ‌নিয়‌নের রহুলী এলাকায় এই ঘটনা ঘ‌টে।

নিহতরা হ‌লেন, উপ‌জেলার রুহলী গ্রা‌মের বা‌ছে‌দের ছে‌লে মকবুল হো‌সেন (১৫), একই উপ‌জেলার মা‌টিকাটা এলাকার ই‌লিয়াসের ছে‌লে রা‌কিব (১৬) ও একই এলাকার মৃত রশি‌দের ছে‌লে আসাদুল (১৬)। তারা সবাই প‌রিবহন শ্রমিক।

ভুঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল ওহাব মিয়া ব‌লেন, মোটরসাই‌কেল নিয়ন্ত্রণ হা‌রিয়ে রাস্তার পাশের একটি পাকা দেয়ালে ধাক্কা দিলে সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই ওই তিন কি‌শো‌রের মৃত‌্যু হ‌য়। প্রাথমিকভাবে তারা প‌রিবহন শ্রমিক ব‌লে জানা গে‌ছে।