খুলনায় ট্রেনে কাটা পড়ে দুই নারীর মৃত্যু

0
112

আহছানুল আমীন জর্জ, খুলনা প্রতিনিধি : খুলনা মহানগরীর আলীম জুট এলাকায় রেললাইনে ট্রেনে কাটা পড়ে দুই নারীর মৃত্যু হয়েছে। ১০ নভেম্বর বুধবার রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে উক্ত দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- মর্জিনা (৩৮) ও শেফালী (৪০)।

জিআরপি থানার ওসি মোল্লা খবির আহম্মেদ জানান, খুলনা রেলস্টেশন থেকে রাত সোয়া ১০টায় ঢাকাগামী সুন্দরবন এক্সপ্রেস ছেড়ে যায়। এরপরই উক্ত দুর্ঘটনা ঘটেছে। খানজাহান আলী থানার অফিসার-ইনচার্জ ( ওসি ) প্রবীর কুমার বিশ্বাস জানান, নিহত দুজনের লাশ উদ্ধার করা হয়েছে।