মোহনপুরে প্রয়াত ছাত্রলীগ নেতা তুষারের স্বরনে দোয়া মাহফিল

0
93

রিপন আলী, রাজশাহী ব্যুরোঃ রাজশাহীর মোহনপুর উপজেলার ধুরইল ইউনিয়ন ছাত্রলীগের আয়োজনে সাবেক ছাত্রলীগ নেতা প্রয়াত তোফায়েল আহমেদ তুষারের স্মরণে দোয়া মাহফিল এবং স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট এর শুভ উদ্বোধন করা হয় আজ বুধবার বিকেলে শিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন সাবেক চেয়ারম্যান খোঃ রবিউল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুরশেদ আলীর পরিচালনায় প্রধান অতিথি ছিলেন পবা মোহনপুর ৩ আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন এম পি, বিশেষ অতিথি ছিলেন মোহনপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মফিজ উদ্দিন কবিরাজ, যুগ্ম সম্পাদক মুরাদুল ইসলাম মুরাদ, কেশর হাট পৌরসভার মেয়র শহিদুজ্জামান শহিদ, ভাইস চেয়ারম্যান মেহবুব হাসান রাসেল, সাংগাঠনিক সম্পাদক কফিল উদ্দিন, আনোয়ার হোসেন, কৃষকলীগ এর সভাপতি মহাসিন আলী, যুবলীগের সভাপতি ইকবাল হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ওয়াজেদ আলী শাহ্, ধুরইল ইউনিয়ন আওয়ামী লীগের নৌকার পার্থী দেলোয়ার হোসেন , আইন বিষয়ক সম্পাদক এড. শহিদুল ইসলাম । পরে তার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও তবারক বিতরণ করা হয়।