বিপদসীমার নিচে নেমে গেছে তিস্তার পানি

0
99

মোঃ ফরহাদ হোসাইন, নীলফামারী জেলা প্রতিনিধি: উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের প্রবাহ কমেছে। ফলে সকাল থেকেই তিস্তা নদীর পানি ডালিয়া পয়েন্টে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

গত শনিবার তিস্তার পানি ডালিয়া পয়েন্টে বিপদসীমার ২০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। তিস্তা নদীর ডালিয়া পয়েন্টে পানির প্রবাহ রেকর্ড করা হয় ৫২ দশমিক ৭৮ সেন্টিমিটর।

সূত্রে জানা যায়, শনিবার তিস্তার পানি ২০ সেন্টিমিটার উপরে ওঠার ফলে লালমনিরহাটের কিছু গ্রাম প্লাবিত হয়। এ সময় পানি বন্ধি হয়ে পরে হাজার হাজার সাধারণ মানুষ।

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের বন্যা পুর্বাভাস ও সর্তকী করন কেন্দ্র জানায়, সর্বশেষ সকাল ৯ টায় তিস্তার পানি বিপদসীমার ২০ সেন্টিমিটার নিচে নেমে এসেছে। এর আগে সকাল ৬ টায় বিপদসীমার ১০ সেন্টিমিটার নিচে ছিল। ফলে তিস্তার বন্যা পরিস্থিতির উন্নতি ঘটেছে।

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশল রবিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ডালিয়া পয়েন্টে তিস্তার পানি বিপদসীমার নিচে নামলেও আমাদের দেশের সর্ববৃহৎ তিস্তা ব্যারেজের ৫২ টির মধ্যে ৪৪ টি জলকপাট খুলে রাখা হয়েছে।