আইন ও আদালত

হেলেনা জাহাঙ্গীরের জামিন ফের নাকচ

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় আওয়ামী লীগের বহিষ্কৃত নেত্রী হেলেনা জাহাঙ্গীরের জামিনের আবেদন ফের নামঞ্জুর করেছেন আদালত। সোমবার (৮ নভেম্বর) ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আবুবকর ছিদ্দিক এ আদেশ দেন।

এর আগে হেলেনার বিরুদ্ধে পৃথক চারটি মামলার মধ্যে তিনটিতে জামিন পেয়েছেন তিনি। তবে গুলশান থানার এই মামলায় জামিন না পাওয়ায় কারামুক্ত হতে পারছেন না তিনি।

উল্লেখ্য, চলতি বছরের ২৯ জুলাই রাতে হেলেনার গুলশানের বাড়িতে অভিযান চালায় র‌্যাব। এ সময় তার বাসা থেকে ১৯ বোতল বিদেশি মদ, একটি ক্যাঙ্গারুর চামড়া, একটি হরিণের চামড়া, দুটি মোবাইলফোন, ১৯টি চেক বই ও বিদেশি মুদ্রা, দুটি ওয়াকিটকি সেট এবং জুয়া (ক্যাসিনো) খেলার সরঞ্জামাদি ৪৫৬টি চিপস জব্দ করা হয়।

ওই দিনই মধ্যরাতেই তার জয়যাত্রা টেলিভিশন স্টেশনেও অভিযান চালানো হয়। পরে অনুমোদনহীন জয়যাত্রা টেলিভিশন স্টেশন সিলগালা এবং অবৈধ মালপত্র জব্দ করা হয়। এরপর তাকে গ্রেপ্তার করে পৃথক চারটি মামলা করা হয়।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button