চাঁপাইনবাবগঞ্জে ওএমএস-রেশনের দাবিতে মানববন্ধন

0
134

ফেরদৌস সিহানুক শান্ত, চাঁপাইনবাবগঞ্জঃ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধগতি রোধ এবং দেশব্যাপী ওপেন মার্কেট সেল-ওএমএস বা খোলাবাজারে পন্যদ্রব্য বিক্রি ও রেশনিং ব্যবস্থা চালুর দাবিতে মানববন্ধন হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের আয়োজনে রবিবার (০৭ নভেম্বর) বেলা ১১টায় জেলা শহরের নিমতলা মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বাজার সিন্ডিকেটের দৌরাত্ম বন্ধে কঠোর পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানান।

বক্তারা বলেন, সাম্প্রতিক সময়ে চাল ডাল তেল পেঁয়াজ চিনি এলপিজি গ্যাসসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম বেড়েই চলেছে। গত কয়েকদিন আগে আগুনে ঘি ঢেলেছে ডিজেলের প্রতি লিটারে ১৫ টাকা দাম বৃদ্ধি। পার্শ্ববর্তী দেশ ভারতে যখন দাম কমানো হচ্ছে, তখন আমাদের দেশে দাম বাড়ানো হয়েছে। সরকারের এই সিদ্ধান্তের কারনে কেরোসিন ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে দেশে একযোগে ধর্মঘট পালন করছেন পরিবহন মালিকরা। গণপরিবহন না পেয়ে কয়েকগুণ ভাড়া দিয়ে যাতায়াত করছে যাত্রীরা। এতে সবচেয়ে বেশি দুর্ভোগে রয়েছে সমাজের অসহায়, অস্বচ্ছল, খেটে-খাওয়া, দরিদ্র মানুষরা।

মানববন্ধনে বক্তারা আরও বলেন, দেশের সিংহভাগ মানুষের আয় অনেক কম। যা বর্তমানে নিত্যপ্রয়োজনীয় পন্যদ্রব্যের দামের তুলনায় খুবই বেমানান। কারন খেটে-খাওয়া, দরিদ্র, দিনমজুরের বর্তমানে যা আয়, তা দিয়ে সংসার চালানো মুশকিল। তাই এই মূহুর্তে খোলা বাজারে কম দামে পন্যদ্রব্য বিক্রি শুরু করতে হবে। এছাড়াও দেশের নগর-গ্রাম সর্বত্র রেশনিং ব্যবস্থা চালু করতে। যেকোনো মূল্যে চালসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় পর্যায়ে কমিয়ে আনার দাবি জানান তারা।

চাল ও আটার পাশাপাশি টিসিবির মাধ্যমে ওএমএস এবং ফেয়ার প্রাইজ কার্ডের মাধ্যমে ডাল, তেল, চিনিসহ রেশনিং ব্যবস্থা চালু এবং তা অব্যাহত রাখারও দাবি জানান বক্তারা। এছাড়াও বাজার সিন্ডিকেটের দৌরাত্ম বন্ধে কঠোর পদক্ষেপ না নিলে জনগণকে সাথে আন্দোলন গড়ে তোলার হুশিয়ারী দেন তারা।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, জেলা জাসদের সহ-সভাপতি আব্দুল হামিদ রুনু, নিয়ামুল হক, জেলা জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক আবু হেনা বাবলু, পৌর জাসদের সভাপতি আব্দুস সবুর, জেলা যুবজোটের সভাপতি তরিকুল ইসলাম, শ্রমিক জোটের আহ্বায়ক সাজেমান হক, ইমারত শ্রমিক ইউনিয়ানের যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুল মাতিন, জেলা জাসদ-ছাত্রলীগের সাধারণ সম্পাদক তসিকুল রেজা খান তনু, পৌর জাসদ-ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোজাহিদ ও সদর উপজেলা জাসদ-ছাত্রলীগের সাধারণ সম্পাদক জীম বাবুসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।