দেশজুড়ে

ষোলঘরে নৌকার সমর্থনে উঠার বৈঠক

আরিফুল ইসলাম শ্যামল: মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার আসন্ন ষোলঘর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী আলহাজ আজিজুল ইসলামের প্রতীক নৌকা মার্কার প্রচারণায় উঠান বৈঠক হয়েছে। শনিবার সন্ধ্যার দিকে ইউনিয়নের ৭নং ওয়ার্ডের পশ্চিম কেয়টখালী জামে মসজিদ সংলগ্ন বালুর মাঠে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

ষোলঘর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাজী মাহবুবুল আলম রুনুর সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক শাহা জালালের সঞ্চালনায় অনুষ্ঠিত বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নুরুল আলম চৌধুরী, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন শ্রীনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ মো. তোফাজ্জল হোসেন, উপজেলা যুবলীগের সভাপতি ফিরোজ আল মামুন, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জহিরুল হক নিশাত সিকদার, যুবলীগের সদস্য নেতা সোহেল রাজ, আওয়ামী লীগ নেতা ইদ্রিস আলী, এ্যাডভোকেট জয়নাল আবেদীন রাজু, স্বেচ্ছাসেবক লীগ নেতা মো. সুলতাল আহমেদ ও রশিদ খালাসী, ইনছান খালাসী, ফিরোজ চোকদার, নুর ইসলাম, মো. বারেক প্রমুখ।

এ সময় বক্তারা আগামী ১১ নভেম্বর আসন্ন ষোলঘর ইউপি নির্বাচনে এলাকাবাসীর কাছে নৌকা মার্কায় ভোট কামনা করেন। নৌকার প্রার্থী বর্তমান ইউপি চেয়ারম্যান আজিজুল ইসলামকে পুনরায় জয়যুক্ত করে মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে আরো শক্তিশালী করার আহবান করেন তারা।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button